শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রিয়ালের কাছে এমন হারে হতাশ ম্যানসিটি কোচ

রিয়ালের কাছে এমন হারে হতাশ ম্যানসিটি কোচ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয় লেগেও চলছিল হাড্ডাহাড্ডি লড়াই।

এই উত্তেজনায় জল ঢেলে দিলেন ম্যানসিটির খেলোয়াড় ফেমান্দো। প্রতিপক্ষ খেলোয়াড়দের রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে বল জড়ান তিনি। তার আত্মঘাতী গোলেই কপাল পুরেছে সিটির। অপরদিকে সেমিফাইনালের দুই লেগ মিলে ১-০ ব্যবধানে জিতে রিয়াল পেয়ে গেছে ফাইনালে খেলার নিশ্চয়তা।

সিটির এমন হারে খুবই হতাশ দলীয় কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। বলেন, ‘আমি এজন্যই হতাশ যে এটা (ম্যাচ) ছিল দুই দলের জন্য ক্লোজ ম্যাচ। কেউই খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। সমান তালে লড়াই করার পরও এমন হার মেনে নেয়া কষ্টকর।’

রিয়ালের বিপক্ষে দারুণ দুটি সুযোগ হাতছাড়া হয়েছে সিটির। পেলেগ্রিনি বলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে দুটি সুযোগ পেয়েছিলাম আমরা। ফার্নান্দিনহো প্রথমবার গোলের সুযোগ মিস করে। কুনের (আগুয়েরো) গোলটা পেলে ভালো হতো। এ ছাড়া তো ম্যাচে সুযোগটাই বা পেলাম কোথায়? আমরা একটি সেরা দলের (রিয়াল) বিপক্ষে খেলেছি, যারা কি না আমাদের চেয়ে শক্তিশালী।’