শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > রেকর্ডের সামনে লি না

রেকর্ডের সামনে লি না

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামস যে এতটা নির্মম হয়ে উঠবেন তা বোঝা যায়নি। শেষ আটে স্পেনের প্রতিপ কার্লা সুয়ারেজ নাভারোকে বাড়ি পাঠালেন একেবারে খালি হাতে। কোন গেম না হেরেই শীর্ষ বাছাই সেরেনা ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিলেন নাভারোকে।
বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন এই টেনিস তারকা শেষ চারে লড়বেন চীনের লিনার বিপ।ে তিনি এবার ইতিহাস গড়ে প্রথম চীনা হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন। এই লিনা’র হাত ধরেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিল জনসংখ্যা নিরিখে বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন। আর এবার রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-৭, ৬-২ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন পঞ্চম বাছাই লিনা। আড়াই ঘণ্টা ধরে চলা লড়াইয়ে পুরো ম্যাচে দ্বিতীয় সেট ছাড়া বাকি সময় লিনাকে দেখা গেছে স্বরূপে। লিনা ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন। আর ২০১১ ও ২০১৩-এই দু’বার তিনি অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে খেলেন।
অন্যদিকে মেয়েদের দ্বিতীয় বাছাই বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও উঠেছেন শেষ চারে। তিনি কোয়ার্টার ফাইনালে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচকে।