শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রেকর্ড গড়ে শক্তি দেখালো ওটাগো

রেকর্ড গড়ে শক্তি দেখালো ওটাগো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ব্রেন্ডন ম্যাককালাম ও নাথান ম্যাককালাম- দুই ভাইয়ের নজরকাড়া পারফর্মে চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টির মূল পর্বে লড়তে যাচ্ছে নিউজিল্যান্ডের ঘরোয়া চ্যাম্পিয়ন ওটাগো ভোল্টস। শুক্রবার বাছাই পর্বে তারা টানা তৃতীয় জয় তুলে নেয়। ভারতের দল সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারায় তারা ২২ বল হাতে রেখেই। এ জয়ে তারা টানা ১৩ টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কীর্তি গড়লো । টি-টোয়েন্টির সংপ্তি ইতিহাসে টানা ১৩ জয় নিয়ে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ কাউন্টি কাব সারে। আর টানা ২৫ জয় নিয়ে সবার ওপরে রয়েছে পাকিস্তানের দল শিয়ালকোট স্ট্যালিওনস। আগের দুই ম্যাচে জিতে ওটাগো ও হায়দরাবাদ- দুই দলই চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে উঠে গিয়েছিল। নিয়ম রার শেষ ম্যাচে হায়দরাবাদের ১৪৩ রানের জবাবে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন ওটাগোর ব্যাটসম্যানরা। নেইল ব্রুম (১৬) ও হ্যামিশ রাদারফোর্ডকে (২৭) দলীয় ৮০ রানের মধ্যে ডেল স্টেইন ফিরিয়ে দিলেও অপর প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালান কিউই অধিনায়ক। মাত্র ৩৯ বলে ৫টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। তিনি ফিফটি পূরণ করেন ৩৩ বলে। আর এতেই তারা ১৬.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের ল্েয পৌঁছে যায়। ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং ঝড়ের আগে সহোদর নাথান ম্যাককালাম বল হাতে হায়দরাবাদের কোমর ভেঙে দেন। ২৫ রানের মধ্যে তিনি ফিরিয়ে হায়দরাবাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল (১২) ও মারকুটে শিখর ধাওয়ানকে (১২)। পরে অবশ্য ঝড় তোলেন জেপি ডুমিনি। ৭টি চারের সাহায্যে ৩৮ বলে অপরাজিত থাকেন ৫৭ রান করে। এ ছাড়া ক্যামেরুন হোয়াইট ২৫ ও ড্যারেন স্যামি করেন ২৬ রান। কিন্তু সেটা বড় সংগ্রহ দাঁড় করানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত তারা ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে পারে। দারুণ বল করে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন নাথান ম্যাককালাম।
‘এ’ গ্রুপ: হাইভেল্ড লায়ন্স, মুম্বই ইন্ডিয়ান্স, পার্থ স্কর্চার্স ও রাজস্থান রয়্যালস ও ওটাগো ভোল্টস।
‘বি’ গ্রুপ: ব্রিসবেন হিট, চেন্নাই সুপার কিংস, টাইটান্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও সানরাইজার্স হায়দরাবাদ।
সংপ্তি স্কোর
হায়দরাবাদ: ১৪৩/৫ (ডুমিনি ৫৭, হোয়াইট ২৫, স্যামি ২৬, নাথান ২/২৩, বেয়ার্ড ২/৩১, ওয়াগনার ১/২৫)
ওটাগো: ১৪৪/৫ (ম্যাককালাম ৬৭, রাদারফার্ড ২৭, নেশাম ২১, ব্রুম ১৬, স্টেইন ২/১৩, স্যামি ১/৩০, মিশ্র ১/২৬)
ফল: ওটাগো ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নাথান ম্যাককালাম।