শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান বান কি মুনের

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান বান কি মুনের

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়নের ব্যাপারে মিয়ানমারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিশ্বের কাছে ‘বিশ্বাসযোগ্য জাতি’ হতে হলে মুসলমানদের ওপর বৌদ্ধদের হামলা মিয়ানমারকে অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রোহিঙ্গাদের তিনি নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানিয়েছেন। গত বছর রোহিঙ্গা মুসলমানদের ওপর সংখ্যালঘু বৌদ্ধ সমপ্রদায়ের লোকদের হামলায় শতাধিক মানুষ নিহত হয় এবং প্রায় এক লাখ ৪০ হাজার জন ঘরছাড়া হয়। সামপ্রদায়িক এ দাঙ্গা মিয়ানমারের রাজনৈতিক সংস্কারে বড় ধরনের ব্যর্থতা হিসেবে বিশ্ববাসীর কাছে উপস্থাপিত হয়। এ খবর দিয়েছে বাংলানিউজ। এতে আরও বলা হয়, বান কি মুন বলেছেন-  রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্বের দাবিসহ সংখ্যালঘু সমপ্রদায়ের দুর্দশা নিরসনে মিয়ানমারের কর্তৃপরে প্রয়োজনীয় পদপে নেয়া গুরুত্বপূর্ণ। বুধবার ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন মিয়ানমার’ ভুক্ত রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতের এক বৈঠকে মুন বলেন, মিয়ানমার সংখ্যালঘুদের সঙ্গে বিদ্যমান সমস্যা মেটাতে ব্যর্থ হলে তা সংস্কার প্রক্রিয়াকে খাটো করবে এবং আঞ্চলিক নেতিবাচক প্রতিক্রিয়াকে উসকে দেবে। ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন মিয়ানমার’ ভুক্ত রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নরওয়ে, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্টের দায়িত্বপালনকারী দেশ। এ বছর ইইউ’র প্রেসিডেন্ট দেশ হিসেবে দায়িত্ব পালন করছে লিথুয়ানিয়া। ১৯৮২ সালে মিয়ানমার একটি আইন পাস করে দেশটির ৮ সমপ্রদায় ও ১৩০টি ুদ্র নৃ-গোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কিন্তু সেই সময়ের ৬ কোটি জনসংখ্যার ৮ লাখ রোহিঙ্গাকে নাগরিকত্ব দেয়া হয়নি। মিয়ানমারের বেশির ভাগ বৌদ্ধের ধারণা,  রোহিঙ্গারা বৃটিশদের উপনিবেশ থাকার সময় মিয়ানমারে অন্য কোন দেশ থেকে গিয়ে বসবাস শুরু করে। এ বছরের শুরুতে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের দুটি শহরে রোহিঙ্গা মুসলমানদের সন্তান নেয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে একটি আইন করে মিয়ানমার সরকার। ওই আইনে শহর দুটির মুসলমানদের দুয়ের বেশি সন্তান গ্রহণকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এ আইন কোন বৌদ্ধের প্রতি কার্যকর হবে না। মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অং সান সু চি এ আইনের সমালোচনা করেছেন। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীও আইনটির সমালোচনা করেছে। এদিকে গত মার্চে সামপ্রদায়িক হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বেশি বৌদ্ধকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও আইনজীবীরা বিষয়টি জানিয়েছে। সামপ্রদায়িক দাঙ্গায় সরাসরি জড়িত থাকায় এই প্রথম মিয়ানমারের সংখ্যাগুরু বৌদ্ধ সমপ্রদায়ের সদস্যদের শাস্তি দেয়া হলো। এর আগে গত বছর সূত্রপাত হওয়া দাঙ্গায় সরকার যাদের শাস্তি দিয়েছিল তাদের বেশির ভাগই মুসলমান। মিয়ানমার সরকারের পপাতমূলক আচরণে কঠোর সমালোচনা করে মানবাধিকার গোষ্ঠীগুলো।