শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > লক্ষ্মীপুরে অগ্নিসংযোগ ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগ ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ॥ নির্বাচনের তফসিল বাতিল, তত্ত্বাবধায়ক সরকার পূর্নবহাল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী ডাকা পঞ্চম দফা ৮৩ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন রোববার লক্ষ্মীপুরে ১৮ দলীয় জোটের অবরোধ চলছে। জেলা শহরের মিয়া রাস্তার মাথা, দক্ষিণ তেমুহনী, ইটের পুল ও পানপাড়া বাজার থেকে বিএনপি ও জামায়াত-শিবির অবরোধের সমর্থনে পৃথক মিছিল বের করে। পরে তারা গাছের গুড়ি ফেলে ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। শহরে দু’একটি রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।