বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > লন্ডন হামলায় বিশ্ব নেতাদের নিন্দা, জাপানের সতর্কতা

লন্ডন হামলায় বিশ্ব নেতাদের নিন্দা, জাপানের সতর্কতা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
গত রাতে লন্ডন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। তারা বৃটেনের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন। লন্ডনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে জাপান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃটেনের উদ্দেশে টুইট করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আপনাদের (বৃটেন) সঙ্গে আছে। আমাদেরকে আরো স্মার্ট হতে হবে। আরো নজরদারি বাড়াতে হবে। আরো কঠোর হতে হবে। পরে তিনি আরেক টুইটে বলেছেন, নিরাপত্তায় বাড়তি মাত্রা যুক্ত করতে আমাদের প্রয়োজন ভ্রমণ নিষেধাজ্ঞা। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি আকর্ষন করেছেন এবং একই সঙ্গে অভিবাসীদের বিরুদ্ধে যে ধরপাকড় চলছে সে বিষয়টিরও ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডন হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে একে ভয়াবহ আখ্যায়িত করেছেন। তিনি এটাকে তীব্র সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখছেন। ওদিকে কোন কোন দেশের তরফ থেকে লন্ডনে ভ্রমণ সতর্কতা দেয়া হয়েছে। নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে এর মাধ্যমে। বলা হয়েছে বিভিন্ন স্টোর, মার্কেট, কনসার্ট ভেনু ও রাজনৈতিক র‌্যালিতে চোখ খোলা রেখে নজরদারি করে চলতে। এমন সতর্কতা দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা তাদের নাগরিকদের বলেছে, আশপাশ দেখেশুনে চলতে। যদি সন্দেহজনক কোন ঘটনা নজরে পড়ে তাহলে সেখান থেকে দ্রুত সটকে পড়তে। বৃটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, লন্ডনে নৃশংস ও বেদনাদায়ক ঘটনা ঘটেছে। নিহত ও তাদের আত্মীয়-স্বজনের প্রতি আমার সমবেদনা। এ সময় তিনি জরুরি সার্ভিসগুলোর দ্রুত তৎপরতার প্রশংসা করেন। লন্ডনের মেয়র সাদিক খান এ হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বর্বর এ হামলার পক্ষে সাফাই গাওয়ার কিছুই নেই। টুইট করে সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, নতুন এই ট্রাজেডির প্রেক্ষিতে ফ্রান্স আগের চেয়ে অনেক বেশি পাশে আছে বৃটেনের। হতাহত ও তাদের নিকটজনদের প্রতি আমার সমবেদনা। নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি টুইট করে জানিয়েছেন, লন্ডন পরিস্থিতি মনিটরিং করছে কানাডা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ হামলাকে বেদনাদায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, এ হামলার পর বৃটিশ সরকারের সমর্থনে আমরা প্রস্তুত আছি। হতাহত ও তাদের নিকটজনদের প্রতি আমাদের সমবেদনা। লন্ডনের সর্বশেষ এই হামলাকে ভয়াবহ অভিহিত করেছেন ইউরোপিয়ান কমিশনের নেতা জ্যাঁ ক্লাউড জাঙ্কার। তিনি হতাহত ও তাদের পরিবারের উদ্দেশে প্রার্থনা করেছেন।