বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > লবণভর্তি ট্রাকে ২৬ হাজার ইয়াবা, গ্রেফতার দুই

লবণভর্তি ট্রাকে ২৬ হাজার ইয়াবা, গ্রেফতার দুই

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রামর সীতাকুন্ডে লবণভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকু এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার মো. ইদালী হোসেনের ছেলে ট্রাকচালক মো. মাসুদ রানা (২৮) ও সদর উপজেলার মো.আফজাল মোল্লার ছেলে ট্রাকচালকের সহকারী মো. ফরিদ মোল্লা (২০)। তাদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, কক্সবাজার থেকে লবণভর্তি ট্রাকে ইয়াবা নিয়ে পাবনা যাচ্ছে- এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর‌্যায়ে ট্রাকচালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার ইয়াবা ব্যবসায়ী।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। গ্রেফতার দুজন ও উদ্ধারকৃত ইয়াবা সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।’