শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > ‘লাথিতে’ সবজি বিক্রেতার মৃত্যু

‘লাথিতে’ সবজি বিক্রেতার মৃত্যু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ‘লাথিতে’ আহত এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা করেছেন নিহতের পুত্র।

ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার ফজর আলীর পুত্র নিহত মো. আবদুর রশিদ (৫০)।

কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা এ তথ্য নিশ্চিত করে জানান, কাশিমপুর নয়াপাড়ায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা ও সবজি বিক্রি করতেন আবদুর রশিদ। পাশাপাশি তিনি স্থানীয় মো. সুলতান মির্জার পুত্র সুমন মির্জার (২৮) জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন।

সুমন পাওনা টাকা নিয়ে গত বুধবার রাত ৮টার দিকে রশিদকে গালাগাল করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

ঝগড়ার এক পর্যায়ে ‘সুমন আবদুর রশিদের তলপেটে লাথি মারে।’ এতে তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রশিদ।

এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সুমন মির্জার বিরুদ্ধে শনিবার সকালে কাশিমপুর থানায় মামলা করেন।

শুক্রবার রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে আসামি সুমন মির্জা পলাতক রয়েছেন।