শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > লারার রেকর্ড ছুঁলেন বেইলি

লারার রেকর্ড ছুঁলেন বেইলি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান করা ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার রেকর্ড স্পর্শ করেছেন অসি ব্যাটসম্যান জর্জ বেইলি। পার্থ টেস্টে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে লারার রেকর্ড ছুঁলেন বেইলি।

২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান সংগ্রহ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান চার্লস লারা।

চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পেসার জেমস অ্যান্ডারসনের এক ওভারে ২৮ রান নেন জর্জ বেইলি।

খেলোয়াড়ী জীবনে নিজের মাত্র তৃতীয় টেস্টে তাসমানিয়ার ব্যাটসম্যান বেইলি এক ওভারে তিনটি ওভার বাউন্ডারি ও দু’টি বাউন্ডারিসহ ২৮ রান করেন।

অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক ৬ উইকেটে ৩৬৯ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন।

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান

রান- ব্যাটসম্যান -বোলার -ম্যাচ ভেন্যু মৌসুম

২৮ ব্রায়ান লারা (৪৬৬৪৪৪) রবিন পিটারসন ও. ইন্ডিজ-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৩-০৪

২৮ জর্জ বেইলি (৪৬২৪৬৬) জেমস অ্যান্ডারসন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ ২০১৩-১৪

২৭ শহীদ আফ্রিদি (৬৬৬৬২১) হরভজন সিং পাকিস্তান-ভারত লাহোর ২০০৫-০৬

২৬ ক্রেগ ম্যাকমিলান (৪৪৪৪৬৪) ইউনিস খান নিউজিল্যান্ড-পাকিস্তান হ্যামিল্টন ২০০০-০১

২৬ ব্রায়ান লারা (৪০৬৬৬৪) দানিশ কানেরিয়া ও. ইন্ডিজ-পাকিস্তান মুলতান ২০০৬-০৭

২৬ মিচেল জনসন (৪৪৬০৬৬) পল হ্যারিস অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৮-০৯ সূত্র: ইন্টারনেট