শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > লালমনিরহাটে বারি হলুদ-৫ এর জাত প্রযুক্তি ও আধুনিক চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

লালমনিরহাটে বারি হলুদ-৫ এর জাত প্রযুক্তি ও আধুনিক চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকায় বারি হলুদ-৫ এর জাত প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে লালমনিরহাট মসলা গবেষণা উপকেন্দ্র বিএআরআই এর বাস্তবায়নে ওই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রটির সিয়িনর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা কৃষিস্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিরুল ফরিদ।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহানের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপসহকারী কৃষি ককর্মকর্তা হুমায়ুন কবির, হলুদচাষী মইনুল ইসলাম।

এতে মসলাজাত ফসলের চাষাবাদ বাড়াতে কৃষকদের উৎসাহ ও চাষাবাদ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।