শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
লিবিয়ায় অবৈধভাবে মানবপাচার চেষ্টা ও ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ, দমন আইন ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করে সিআইডি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার রাত দশটার দিকে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ে়র করেন। মামলা নম্বর-১।

মামলায় আসামি হিসাবে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়া সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।

ওই ২৬ বাংলাদেশিসহ নিহতদের মিজদা শহরের একটি স্থানে টাকার জন্য জিম্মি রেখেছিল মানবপাচারকারী একটি চক্র। এ নিয়ে ওই চক্রটির সঙ্গে ওই বাংলাদেশিসহ লিবিয়া গমন প্রত্যাশী শ্রমিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে মানবপাচারকারী চক্রটি এ হত্যাকাণ্ড ঘটায়।