শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > লিবিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ পাঁচশ অভিবাসী উদ্ধার, নিহত ২

লিবিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ পাঁচশ অভিবাসী উদ্ধার, নিহত ২

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূ-মধ্যসাগর পাড়ি দেয়ার সময় লিবিয়া উপকূল থেকে গত তিনদিনে প্রায় পাঁচশ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। আর উদ্ধার অভিযানের সময় প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী।

লিবিয়া উপকূলে কোস্টগার্ডের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৭৩ জন আফ্রিকা, সিরিয়া ও বাংলাদেশের নাগরিক। চারটি ভিন্ন অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। গত রোববার ভাসমান একটি নৌকায় দুইজনের মৃতদেহ পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৪০ জনকে উদ্ধার করা হয়।

লিবিয়ার নৌবাহিনীর অনুরোধে দুটি মার্চেন্ট জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রথম দফায় উদ্ধার হওয়া ১৪০ জনের মধ্যে ২৫ জন নারী এবং দুজন শিশু।

ইতালির সরকার জানিয়েছে, তারা লিবীয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে উদ্ধার অভিযানে কোনো সহায়তা লাগলে তারা সাহায্য করতে পারে।

রোমে মন্ত্রীদের কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্র কিছুদিন অশান্ত থাকার পর গত তিন-চারদিন বেশ শান্ত ছিল। আর সেই সুযোগটি নিয়েছে এই অভিবাসন প্রত্যাশীরা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে ডুবে অন্তত ১৭০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীর লক্ষ্য থাকে লিবীয় উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরের দেশ ইতালিতে পৌঁছানো। প্রতি বছর লাখ লাখ অভিবাসন প্রত্যাশী এই পথেই ইতালিতে প্রবেশ করছে। সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ।

সূত্র : ডয়েচে ভেলে