শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > বিনোদন > লোহানের অতীত বর্তমান

লোহানের অতীত বর্তমান

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ দশ বছর বয়স থেকেই ড্রাগ সেবন করেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। আর তা অতিমাত্রায় ছাড়িয়ে যায় ১৮ বছর বয়সেই। লিন্ডসে সম্পর্কে এমন তথ্য দিয়েছেন তার বাবা মাইকেল লোহান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের অতীত বর্তমান নিয়ে কথা বলেন মাইকেল। তিনি জানান, ২০০৫ সালে রোমান্টিক-কমেডি ঘরানার ‘জাস্ট মাই লাক’ চলচ্চিত্রে অভিনয় করার সময় থেকে ড্রাগ আসক্ত হয়ে পড়েন লোহান।
চলচ্চিত্রটি বক্স অফিসে ভালো করতে পারেনি। বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়ার পর ওটাই ছিল লিন্ডসের প্রথম চলচ্চিত্র। স্বভাতই এর প্রভাব পড়ে লিন্ডসের মনে।
‘নিউ অরলিন্সে চলচ্চিত্রের শুটিংয়ের সময় আমার কাছে খবর আসে যে লিন্ডসে কোকেনে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছে। তার এক সহযোগী তাকে এই ড্রাগ সরবরাহ করে।’
‘ওই সময় আমি এত বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম যে, ঘর থেকে বন্দুক নিয়ে নিউ অরলিন্স গিয়ে ওই সহযোগীকে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিলাম। আমার মেয়ের বেলায় যা ঘটেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না।’
অবশ্য মাইকেল লোহানের এসব কথার সাথে মিল নেই মেয়ে লোহানের।
কয়েকদিন আগে লিন্ডসে লোহান বলেছিলেন, জীবনে মাত্র চার কি পাঁচবার কোকেন নিয়েছেন। তাও ২১ বছর বয়সের পর থেকে।
অ্যালকোহল পান করে গাড়ি চালিয়ে একাধিক বার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন লিন্ডসে লোহান। ২০১০ সালে বিভিন্ন কর্মকান্ডের জন্য আদালত তাকে কারাদ- দেয়।
তবে অতিরিক্ত মাদকাসক্ত থাকায় তাকে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। কোকেন, পেইনকিলার আর অ্যালকোহলে আসক্ত হয়ে গত ২৫০ দিন ধরে পুনর্বাসন কেন্দ্রে আছেন লোহান।
হলিউডে মেয়ের ক্যারিয়ার নিয়ে মাইকেল লোহান বলেন, ‘সুস্থ হয়ে নিজেকে যদি ঠিক করতে না পারে তবে তার ক্যারিয়ার বলে আর কিছু থাকবে না। সামনে দ্বিতীয়, তৃতীয় বলে কোনো সুযোগ নেই।’