শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > ল্যাম্পপোস্টের অভাবে গাজীপুর সিটিতে বাড়ছে অপরাধ

ল্যাম্পপোস্টের অভাবে গাজীপুর সিটিতে বাড়ছে অপরাধ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
২০১৩ সালে টঙ্গী ও গাজীপুর পৌরসভা নিয়ে গঠন করা হয় গাজীপুর সিটি করপোরেশন। দেশের বৃহত্তম সিটি করপোরেশন গাজীপুর শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। সিটিতে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট না থাকার ফলে বাড়ছে চুরি-ছিনতাই-ইভটিজিংসহ নানা অপরাধ। যে কয়েকটি ল্যাম্পপোস্ট আছে তদারকির অভাবে তার বেশিরভাগই অকেজো অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, সব এলাকায় ল্যাম্পপোস্ট বসানোর প্রক্রিয়া চলছে।

রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে সোলার চালিত ল্যাম্পপোস্টের ব্যাটারিও চুরি হয়ে গেছে। এতে, অন্ধকার পথে বাড়ছে অপরাধ। বিশেষ করে কাজ শেষে ফেরার পথে নারী শ্রমিকদের পড়তে হয় বিড়ম্বনায়।

সিটি কর্তৃপক্ষ বলছে, করপোরেশন হওয়ার আগে টঙ্গী ও গাজীপুর পৌর এলাকায় ৬০ কিলোমিটার সড়কে বসানো হয় ল্যাম্পপোস্ট। নতুন প্রকল্পের মাধ্যমে অন্য এলাকায়ও বসানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।

দেশের বৃহত্তম সিটি করপোরেশন গাজীপুর। কাঁচা-পাকা মিলিয়ে রাস্তা দেড় হাজার কিলোমিটারের বেশি। কোনাবাড়ি, বাসন, কাশিমপুর ও গাছা এলাকাসহ অধিকাংশ এলাকায় নেই ল্যাম্পপোস্ট। সূত্র : ইন্ডিপেনডেট টিভি