শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > শনিবার সারাদেশে বিােভ, রোববার ধর্মঘট মেধা মূল্যায়ন মঞ্চের

শনিবার সারাদেশে বিােভ, রোববার ধর্মঘট মেধা মূল্যায়ন মঞ্চের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আটককৃত ছাত্রদের মুক্তি ও কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শনিবার দেশের সব শিা প্রতিষ্ঠানে বিােভ ও রোববার ধর্মঘটের ডাক দিয়েছে শাহবাগের মেধা মূল্যায়ন মঞ্চের আন্দোলনকারীরা।

শুক্রবার বিকেলে কার্জন হলের সামনে থেকে আন্দোলনকারীরা এ কর্মসুচি ঘোষনা করে।

এদিকে বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ৩৪তম বিসিএসের ফলাফল বাতিলের দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিার্থীদের বিরুদ্ধে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেছেন।

মামলার প্রেেিত শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জন আন্দোলনকারীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

তাদের মধ্যে হাফিজুর রহমান, মির্জা তৌহিদুল ইসলাম, শিকদার দিদারুল ইসলাম, মতিউর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, জুনায়েদ, নুরুল হুদা, রায়হান কাউসার ও মোহাম্মদ আরিফ হোসেনের নাম জানা গেছে। এদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত পাঁচ শতাধিক শিার্থীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপ একটি মামলা করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের গেট, প্রক্টরের অফিস, রেজিস্ট্রার ভবন ভাঙচুরের ঘটনা ঘটে। বিসিএসসহ সব ধরনের নিয়োগে কোটা বাতিলের দাবিতে গত বুধবার সকালে শাহবাগ মোড়ে আন্দোলন শুরু করে শিার্থীরা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রেপ্তার আতঙ্কে ভুগছে সাধারণ শিার্থীরা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩৬ জনকে আটক করা হয়েছে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবনের গেট, প্রক্টরের অফিস, রেজিস্ট্রার ভবন ভাঙচুর করে বিুদ্ধ শিার্থীরা।

ইতোমধ্যে, বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে শাহবাগ থানায় ভাঙচুর ও চুরির ঘটনায় ২০ লাখ টাকার তিপূরণ চেয়ে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুই মামলার একটিতে ১২০০ ও অপরটিতে ৫০০ জনকে আসামি করা হয়েছে।