বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > শপথ নেননি সৈয়দ আশরাফ

শপথ নেননি সৈয়দ আশরাফ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সংসদ সদস্য হিসেবে শপথ নেননি আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।

শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতরে বুধবার চিঠি পাঠিয়েছেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একটি চিঠি দিয়ে শপথ নেয়ার জন্য সময় চেয়েছেন। উনি চিকিৎসা শেষে দেশে ফিরে শপথ নিতে চান। যদিও উনি ৯০ দিন সময় পাবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধানের বিধান অনুসারে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারকে নির্বাচিতদের শপথ পড়াতে হয়। তিনি অসমর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।

আর কেউ সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার গেজেট বাতিল হয়ে যাবে এবং সেই আসনে উপনির্বাচন হবে। তবে কেউ আগেই স্পিকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সময় বাড়াতে পারেন।’

প্রসঙ্গত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।

এদিকে আজ বেলা ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী, তাদের শপথবাক্য পাঠ করান দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।