শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > শাহজালালে ওয়াটার ডিস্পেন্সারের ভেতর থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে ওয়াটার ডিস্পেন্সারের ভেতর থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াটার ডিস্পেন্সারের ভেতর থেকে ৫ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় ভারতীয় নাগরিক সৌমিক দত্তকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ- কমিশনার অথেলো চৌধুরী বলেন, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন সৌমিক দত্ত। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল গ্রিন চ্যানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। সৌমিক দত্ত গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ওয়াটার ডিস্পেন্সারের কম্প্রেসারের ভেতর থেকে ছোট ছোট বল আকৃতির (ডালের মতো দেখতে) ৫ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণের বলগুলো বিশেষ কায়দায় কম্প্রেসারের মধ্যে ঢুকিয়ে ঝালাই করে দেওয়া ছিল। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা। এই আটকের ঘটনায় শুল্ক আইন বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।