বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > শাহজালালে ১১৭৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে ১১৭৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা কাস্টমস হাউসের এয়ারফ্রেইট ইউনিট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ কৃত ১১৭৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সুমন চাকমা, বিদেশি সিগারেট জব্দের কথা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উপ-কমিশনার বলেন, শনিবার (২৫ নভেম্বর) দুবাই থেকে উইন্টার ফ্যাশন নামে ব্যক্তিগত পণ্যদ্রব্য নামে চালানটি ঘোষণা করা হয়। ইনভেনট্রি করার সময় চালান খুলে ১১৭৮ কার্টন বিদেশি সিগারেট পায় কাস্টমস।

সুমন চাকমা জানান, পণ্য চালানটির ইনভয়েসে ব্যক্তিগত দ্রব্যাদি ঘোষণা থাকলেও সিগারেট পাওয়া গেছে। এটি দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ৩২ ধারার লঙ্ঘন।

তিনি আরো বলেন, জব্দ করা ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।