শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ‘শিক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতা অনুসরণীয়’

‘শিক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতা অনুসরণীয়’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পিছিয়ে পড়া দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্যারিসে ইউনেস্কোর ১৯৬তম নির্বাহী বোর্ডের সভায় সংস্থাটির মহাপরিচালক কথা বলেন।

শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সফলতার উচ্ছসিত প্রশংসা করে ইউনেস্কো মহাপরিচালক বলেন, সবার জন্য শিক্ষা এই লক্ষ্যমাত্রা অর্জনে যে দেশগুলো পিছিয়ে আছে তারা বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার সামগ্রিক উন্নয়ন করতে পারে।

ইরিনা বোকোভা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ও অবদানের প্রশংসা করেন।

শিক্ষা ক্ষেত্রে সফলতার জন্য বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের চলতি অধিবেশন শুরু হয় ১৩ এপ্রিল। এটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।

ইউনেস্কোর এ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বাংলাদেশ প্রতিনিধি দলে আরো রয়েছেন এম. শহিদুল ইসলাম, মনজুর হোসাইন, মোহাম্মদ হজরত আলী খান ও ফারহানা আহমেদ চৌধুরী।