শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > শিরোপা জিততে ভারতের প্রয়োজন ২০২

শিরোপা জিততে ভারতের প্রয়োজন ২০২

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ক্যারিবীয় সফরে এসেছিল ভারত। আরেকটি শিরোপা জিতে সেই লক্ষ্য পূরণ থেকে ২০২ রান দূরে তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে ২০১ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা: ২০১/১০ (৪৮.৫ ওভার)
চোটে গত কয়েকটি ম্যাচ দলে না থাকলেও শিরোপা লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। টস জিতে ফিল্ডিং নিতে দ্বিধাবোধ করেননি ভারতীয় অধিনায়ক। ৪৯ রানের মধ্যে দুই লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা ও মাহেলা জয়াবর্ধনেকে সাজঘরে পাঠান পেসার ভুবনেশ্বর কুমার। ৪০০তম ওয়ানডের মাইলফলক ছোঁয়ার ম্যাচে ২২ রান করেছেন জয়াবর্ধনে।
তৃতীয় জুটিতে কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নের ব্যাটিং বড় স্কোরের আশা জাগায় লঙ্কানদের। কিন্তু ইশান্ত শর্মার কাছে ১২২ রানের এই জুটি ভাঙলে ধস নামে। ৪৬ রানে সাজঘরে ফিরেন থিরিমান্নে।ব্যক্তিগত ৭১ রানের সেরা ইনিংস খেলে কিছুক্ষণ পরই সাজঘরে পথ ধরেন সাঙ্গাকারা।
এই ধাক্কা সামলে উঠতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। বিশেষ করে ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজার ঘূর্ণিজাদুতে গুটিয়ে যায় লঙ্কানরা।
জাদেজা ২৩ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। সমান দুটি করে উইকেট দখলে নিয়েছেন ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও অশ্বিন।