শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > শিশুদের রাজনীতিবিদ ও সাংবাদিক না হওয়ার পরামর্শ ট্রাম্পের

শিশুদের রাজনীতিবিদ ও সাংবাদিক না হওয়ার পরামর্শ ট্রাম্পের

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
শিশুদের রাজনীতিবিদ ও সাংবাদিক না হয়ে স্বাভাবিক জীবন-যাপনের পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ‘শিশুকে নিয়ে অফিসে যাওয়ার দিন’ পালন করার সময় ট্রাম্প এই কথা বলেন।

হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে ট্রাম্প এই বিশেষ অতিথিদের সঙ্গে গল্পে মেতে উঠেন, তাদের সঙ্গে ছবি তোলেন ও অটোগ্রাফ দেন। এই সময় ট্রাম্প শিশুদের তাদের বাবা-মায়ের পথ অনুসরণ না করার পরামর্শ দেন। শিশুদের সঙ্গে অতিরিক্ত ১০ মিনিট সময় কাটান তিনি। ততক্ষণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মুখপাত্র রেইন্স প্রিবুস অনুষ্ঠানস্থল ছেড়ে গিয়েছেন।

প্রতি বছর অনুষ্ঠিত এই দিনে হোয়াইট হাউসের কিছু কর্মী এবং স্থায়ী সাংবাদিকরা নিজের শিশুকে নিয়ে অফিসে যেতে পারেন। অনুষ্ঠানে অংশ নেয়া ছোট শিশুরা হোয়াইট হাউস পরিদর্শন করতে পারে, হোয়াইট হাউসের মুখপাত্রকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে পারে। সূত্র: ডেইলি মেইল