শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > শুক্র ও শনিবার সকল ব্যাংক ও আর্থিক খোলা রাখার আহবান এফবিসিসিআইয়ের

শুক্র ও শনিবার সকল ব্যাংক ও আর্থিক খোলা রাখার আহবান এফবিসিসিআইয়ের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)এক বিবৃতিতে শুক্র ও শনিবার সকল ব্যাংক ও আর্থিক খোলা রাখার আহবান জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে  শুক্র ও শনিবার সকল ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টম ও বন্দরসমূহ খোলার রাখার জন্য এফবিসিসিআইয়ের আহবান জানাচ্ছে। গত ১৫ জুলাই  হতে আজ ১৮ জুলাই ২০১৩ পর্যন্ত একটানা ৪ দিন হরতালে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং বিপুল পরিমানে ব্যবাসায়িক ক্ষতি হচ্ছে। হরতালে ইতিমধ্যেই নিত্য প্রয়োজনী দ্রব্য সামগ্রী ও ভোগ্যপণ্যের  সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙ্গে  পড়েছে এবং দ্রব্যমূল্যে বৃদ্ধি পাচ্ছে।
এফবিসিসিআই জানায়, এ অবস্থায় হরতাল জনিত আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সব ধরনের আর্থক প্রতিষ্টান খোলা রাখা জরুরী।