শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > শেন ওয়ার্নকে চান লেহম্যান

শেন ওয়ার্নকে চান লেহম্যান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ শেন ওয়ার্নকে দলে বিশেষ ভূমিকায় দেখতে চান অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান। চলতি অ্যাশেজে এমনিতে ২-০তে পিছিয়ে তৃতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। আর তৃতীয় ম্যাচের ভেন্যু ম্যানচেস্টারের পিচ নিয়ে আলাদা ভাবনা দেখাচ্ছে প্রতিপ ইংল্যান্ডও। ওল্ড ট্র্যাফোর্ডের খটখটে পিচে বাড়তি বাউন্স ও গতির আশায় ইংল্যান্ড থিঙ্কট্যাঙ্ক দলে ভিড়িয়েছেন স্পিন তারকা মন্টি পানেসারকে। যথারীতি দলে আছেন গ্রায়েম সোয়ানও। কিন্তু কোন স্পিন বোলিং কোচই নেই অস্ট্রেলিয়া দলে। এটাকে জরুরি মনে করছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়া দলের ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন আলাদা সময় দিচ্ছিলেন দলের স্পিন বোলারদের। তবে ওপেনার শেন ওয়াটসন ও ক্রিস রজার্সকে নিয়ে ব্যস্ততায় এটাও আপাতত সম্ভব  না রিক্সনের। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া দল হোভে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেও দুই ওপেনারকে নিয়ে রিক্সন থেকে যান লন্ডনেই। ম্যানচেস্টারে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে স্পিন তারকাদের পরিচর্যার দায়িত্বটা আপাতত প্রধান কোচ ড্যারেন লেহম্যানের। কিন্তু গতকাল লেহম্যান বলেন, টেস্ট ক্রিকেটে স্পিন বোলাদের নিয়ে বাড়তি দায়িত্ব নিতে হয় কোচদের। এখানে স্পিনারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল অনেক শেখার থাকে। এতে আমরা শেন ওয়ার্নের কিছুটা সময় পেতে চাই। আমি বলছি না তিনি খেলোয়াড়দের রাতারাতি স্পিনের সব টেকনিক শিখিয়ে দেবেন। তবে দলে তার উপস্থিতি তরুণ স্পিনারদের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেবে সন্দেহ নেই। টেস্ট অঙ্গনে নাথান লায়ন তরুণ খেলোয়াড়। আর অ্যাশটন অ্যাগারের বয়স মাত্র ১৯। তবে সে শিখছেও দ্রুত। ১লা আগস্ট ম্যানচেস্টারে শুরু হচ্ছে চলতি অ্যাশেজের তৃতীয় টেস্ট।