বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > শেষ ইচ্ছায় ঢাকা মেডিক্যালে মতিনের মরদেহ

শেষ ইচ্ছায় ঢাকা মেডিক্যালে মতিনের মরদেহ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ভাষা সংগ্রামী আবদুল মতিনের শেষ ইচ্ছা অনুযায়ী মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য তার মরদেহ পেল ঢাকা মেডিকেল কলেজ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অন্যতম এই সংগঠককে শেষ শ্রদ্ধা জানানোর পর সেখানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করেন মতিনের স্ত্রী গুলবদন নেছা মনিকা।
ঢাকা মেডিকেল কলেজের উপ-উপাধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী তার মরদেহ গ্রহণ করেন।
মতিনের স্ত্রী গুলবদন সাংবাদিকদের বলেন, “তিনি (মতিন) যে উইল করে গেছেন সেই অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজের উপ-উপাধ্যক্ষের কাছে তার মরদেহ হস্তান্তর করলাম।”
বুধবার সকালে ভাষা সৈনিক মতিনের মৃত্যুর পরপরই স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী তার কর্নিয়া সংগ্রহ করে।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষার দাবিতে বাঙালির আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন আবদুল মতিন। এরপর বামপন্থি রাজনীতিতে যোগ দিয়ে আজীবন শোষণমুক্ত সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াই করে গেছেন তিনি।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান কমিউনিস্ট নেতা মতিন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।