শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > শেষ ভরসা নাজমুল

শেষ ভরসা নাজমুল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ‘বিপিএল-এর পাওনা টাকা ফ্র্যাঞ্চাজিদের দিতেই হবে। এটাতে কোন ভুল নেই। আমাদের সঙ্গে চুক্তি আছে। তারা টাকা দিতে বাধ্য। আর যদি কোন ফ্র্যাঞ্চাইজি এই টাকা দিতে ব্যর্থ হয় তার বিপে আইনি ব্যবস্থা নেয়া হবে। আর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করবে বিসিবি। যেহেতু বিসিবি ক্রিকেটারদের পাওনা টাকার গ্যারান্টি সেই হিসেবে কোন ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ হলে এই টাকা বিসিবি’র প থেকে পরিশোধ করা হবে।’ বিপিএল’র দ্বিতীয় আসরের পাওনা টাকা নিয়ে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তবে তিনি এও আশা করেন ফ্র্যাঞ্চাইজিরা তাদের কথা শেষ পর্যন্ত রাখবে। আর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করবে। আফজালুর রহমান সিনহা আরও আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করছি বোর্ড সভাপতির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর আলোচনা শেষ হলে আগস্টের মধ্যেই পাওনা টাকার সমাধান হবে।’
বিপিএল’র দ্বিতীয় আসর শেষ হয়েছে ফেব্রুয়ারিতেই। এবার বিপিএল’র নতুন নিয়ম অনুযায়ী বিপিএল’র ম্যাচ শুরু হওয়ার আগে ক্রিকেটারদের পাওনা টাকার ২৫ শতাংশ, খেলা শেষ হওয়ার আগে ২৫ শতাংশ আর বাকি ৫০ শতাংশ টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু প্রথম কিস্তির ২৫ শতাংশ টাকা দিতেই ব্যর্থ হয় বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত বিপিএল শেষ হওয়ার আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহী ক্রিকেটারদের ৫০ শতাংশ টাকা দিতে সমর্থ হয়। কিন্তু ৭টি দলের বাকি ৫টি দলই মাত্র ২৫ শতাংশ পাওনা পরিশোধের পর আর কোন টাকাই তারা ক্রিকেটারদের দেয়নি। দেশী কিংবা বিদেশী কোন ধরনের ক্রিকেটারের পাওনা টাকা দিতে তারা ব্যর্থ হয়। এরপর অনেক নাটক আর নাটকীয়তা শেষে এই নাটকে যুক্ত হয় ফ্র্যাঞ্চাইজিদের লিগ্যাল নোটিশ দেয়ার সিদ্ধান্ত জোর গলায় বলা হয় যদি এই নোটিশ পাওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিরা পাওনা টাকা পরিশোধ না করে তাহলে তাদের মালিকানা বাতিল করা হবে। তবে সেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সেই ঘোষণা এখন রীতিমতো ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।
শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জানান, এবার শেষ ভরসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এডহক কমিটির সভাপতি নাজমুল হাসান। তিনিই ফ্র্যাঞ্জাইজিগুলোর সঙ্গে আলোচনা করে এই সমস্যার শেষ সমাধান দিবেন। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা বাতিলের কোন নোটিশ দেয়া হবে না। তবে সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কবে হচ্ছে এই বৈঠক হচ্ছে? এই প্রশ্নের জবাবে আফজালুর রহমান সিনহা বলেন, ‘আমরা আশা করছি খুবই দ্রুত এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের সময় নির্ধারণকরণে বোর্ড সভাপতি নিজেই। কারণ তিনি খুবই ব্যস্ত হওয়ায় এখনই সময় দিতে পারছে না।’
অন্যদিকে দলগুলোর বিপে বিসিবি’র কঠিন হওয়ার ঘোষণার পরও কিছু করতে না পারাকে অনেকে দেখছেন দুর্বলতা হিসিবে। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে আসরে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল আসলে কৌশল অবলম্বন করছে। যেন শেষ পর্যন্ত সমোঝতার মাধ্যমে যতটা সম্ভব টাকা উদ্ধার করার জন্য। কারণ আইনিভাবে যে কোন মুহূর্তে কঠিন কিছু করা সম্ভব কিন্তু আইনিভাবে গেলে পুরো বিষয়টাই ঝুলে যাবে আদালতের দীর্ঘ আইসি প্রক্রিয়াতে। যে কারণে বিসিবি’র সভাপতি একটি শেষ সুযোগ দিতে চাইছেন ফ্র্যাঞ্চাইজিগুলোকে।