শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > শেষ সময়ে নামছে আরও বিআরটিসি বাস

শেষ সময়ে নামছে আরও বিআরটিসি বাস

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে শেষ মুহূর্তে বিআরটিসি’র আরও বাস নামানোর ঘোষণা দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।

অপরদিকে অতিরিক্ত ভাড়া আদায়সহ মানুষের নানা ভোগান্তি ও হয়রানির ঘটনার বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সকাল থেকেই গাবতলীতে উপচে পড়া মানুষের ভিড়। রাস্তায় যানজট ও বাস সঙ্কটের কারণে বাড়ি ফিরতে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

‘বাস সঙ্কট কেন?’ এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এক সাথে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়ার কারণেই বাস সঙ্কট দেখা দিয়েছে।

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের দায় গার্মেন্টস মালিকদের ওপর চাপিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গার্মেন্টসগুলো রাস্তার পাশে অবস্থিত। সেখানেই বাস ভর্তি হয়ে যাচ্ছে, তাই টার্মিনালে বাস সঙ্কট দেখা দিয়েছে। আমরা গার্মেন্টস মালিকদের অনুরোধ করেছিলাম পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য। পর্যায়ক্রমে ছুটি দিলে এ অবস্থা হতো না। বাস সঙ্কট মোকাবেলায় বিআরটিসির বাস কাজে লাগাচ্ছি। ইতিমধ্যেই কিছু বাস চলাচল শুরু করেছে।’

মন্ত্রী জানান, ‘মহাখালীতে ৮টি বাস রওনা দিয়েছে। এছাড়া ১৫/১৬টি বাস নামানো হচ্ছে।’ বেশি সময় এ সঙ্কট থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

বাসের ছাদে পুরুষ ছাড়াও মহিলা যাত্রীরা গাদাগাদি করে ঝুঁকি নিয়ে উঠছেন। এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘নাড়ির টানে মানুষ বাড়ি ফিরছে, লাঠিসোঁটা দিয়ে ঠেকানো যায় না। তবে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার।’

টার্মিনালে চাঁদাবাজির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না?, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’