শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > ‘ষোড়শ সংশোধনী ইস্যু থেকে দৃষ্টি সরাতেই ফরহাদ মজহারকে অপহরণ’

‘ষোড়শ সংশোধনী ইস্যু থেকে দৃষ্টি সরাতেই ফরহাদ মজহারকে অপহরণ’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ষোড়শ সংশোধনী ইস্যু থেকে দৃষ্টি সরাতেই সরকার ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কোন ঘটনাতেই সরকার সত্য তথ্য দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ফরহাদ মজহার ঘটনায় সরকার জড়িত না থাকলে সত্যটা বের করুক। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য হাস্যকর।

মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী প্রসঙ্গে আদালতের সিদ্ধান্তে বিচার বিভাগের স্বাধীনতা এক ধাপ এগোল। তবে নিম্ন আদালত এখনো স্বাধীন নয়।

নির্বাচন প্রসঙ্গটেনে দলের এই নীতি নির্ধারক বলেন, নিয়ে সরকার ধোঁয়া তুলেছে, কিন্তু পরিবেশ তৈরি করেনি। সমঝোতা না হলে দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি।