শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > সংকট নিয়েই রোজা শুরু ২৫ লাখেরও বেশি সিরিয় শরণার্থীর

সংকট নিয়েই রোজা শুরু ২৫ লাখেরও বেশি সিরিয় শরণার্থীর

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভৌগলিক কারণে একদিন আগে রমজান শুরু হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। লেবানন, জর্ডান ও তুরস্কের শরণার্থী শিবিরে রোজা রেখেছেন, কয়েক লাখ সিরিয়। এ মাসে যুদ্ধ বিধ্বস্ত দেশের সব পক্ষকে সংঘাত ত্যাগের আহ্বান জানিয়েছেন, ধর্মীয় নেতারা। মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী এবং লন্ডনের মেয়র।

শনিবারই পবিত্র রমজানের রোজা পালন করেছেন, সৌদি আরবের মুসলমানরা। মক্কা-মদীনার দেখাদেখি, এদিনই রোজা শুরু হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন, কাতার, আরব আমিরাতে।

নিজের চোখে গতকাল রমজানের চাঁদ দেখেছি আমি। আল্লাহর ইচ্ছায় আজ রোজা পালন করছি।

যুদ্ধকবলিত ইরাক সিরিয়ার কয়েক লাখ উদ্ধাস্ত, রোজা পালন করেছেন, শরণার্থী শিবিরে। লেবানন, জর্ডান ও তুরস্কের শরণার্থী শিবিরে নানা সঙ্কটের মুখেই সিয়াম সাধনা শুরু করেছেন অন্তত ২৫ লাখেরও বেশি সিরিয় শরণার্থী।

সৌদি আরবের সাথে মিল রেখে, এশিয় দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও আফগানিস্তানেও শনিবার পালন করা হয়, রোজা।

আল্লাহর সন্তুষ্টির আশায় সংযমের এই মাসে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে সব পক্ষকে সংঘাত ত্যাগের আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা।

রমজানকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

চ্যানেল টোয়েন্টিফোর