শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > সংবিধান সংশোধন বিলের প্রতিবেদন আজ

সংবিধান সংশোধন বিলের প্রতিবেদন আজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের বিলের প্রতিবেদন রোববার সংসদে উপস্থাপন করা হবে।
শনিবার সংসদ সচিবালয় থেকে প্রকাশিত রোববারের দিনের কার্যসূচি থেকে এই তথ্য জানা গেছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রতিবেদন উপস্থাপন করবেন।
সংবিধান সংশোধনের এই প্রস্তাব গত রোববার সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত মঙ্গল ও বুধবার দুই দিন বিলটি পরীক্ষা করে সংসদীয় কমিটি। নানা মহলের দাবি ও সমালোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত কারো মতামত না নিয়েই বিলটি চূড়ান্ত করেছে কমিটি।