শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সংলাপের জন্য প্রস্তুত আ.লীগ

সংলাপের জন্য প্রস্তুত আ.লীগ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ যে কোনো জায়গায় যে কোনো সময় সংলাপের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে একেক সময় একেক কথা বলে। কখনও বলে সংলাপে রাজি, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। আমরা বলছি, সংবিধান অনুযায়ী নির্বাচনের জন্য আওয়ামী লীগ যে কোনো জায়গায় যে কোন সময় সংলাপের জন্য প্রস্তুত। তবে সংলাপের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ।’

শনিবার সকালে চট্টগ্রাম ক্লাবে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ নামের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম ক্লাবের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন তিনি। সেখানে আগে থেকেই চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীপুত্র জয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জয় বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী ও জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছে। তারা মনে করেছে, বিএনপি ক্ষমতায় আসবে। তাই তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস শুরু হবে।’

তরুণদের নিয়েই আগামীর বাংলাদেশ নির্মাণ হবে উল্লেখ করে জয় বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে। গ্রামের কৃষকদের মাঝে তথ্য-প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এখন তরুণদের হাতে হাতে মাল্টিমিডিয়া মোবাইল সেট ও ল্যাপটপ রয়েছে। তারা সরকারের নেয়া ডিজিটালাইজেশনের সুফল ভোগ করছে।’

তরুণদের হৃদয়ে তিনি স্থান করে নিতে চান, উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তাদের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সরকার সচেষ্ট রয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলে তরুণদের সেই স্বপ্ন বৃথা যাবে। তাই নির্বাচনে ভোট দিতে হবে দেখে শুনে বুঝে।’

নোবেল জয়ী চট্টগ্রামের সন্তান ড. ইউনূস সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসকে দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের কোনো উপকার হয়নি। ভবিষ্যতেও তার দ্বারা দেশ উপকৃত হবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রেহানাপুত্র রেজওয়ান সিদ্দিক ববি, পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ ছালাম প্রমুখ।

সজীব ওয়াজেদ জয় চট্টগ্রাম ক্লাবে পৌঁছার পর চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তার আগমন ও অবস্থানকালীন সময়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।