শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > সংলাপ জরুরি, আ.লীগকে তাগিদ দেয়া হয়েছে

সংলাপ জরুরি, আ.লীগকে তাগিদ দেয়া হয়েছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেছেন, ‘নির্বাচনের সময় গণতন্ত্র অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। আর এ কারণে সংলাপের দ্বার উন্মোচিত হওয়ার এখনই উপযুক্ত সময়।’

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উইলিয়াম হান্না।

বৈঠকে নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কী আলাপ হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে বলা হয়েছে সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে আওয়ামী লীগ।’

বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে কি না বা সংলাপের কোনো সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে হান্না বলেন, ‘সংলাপ অবশ্যই জরুরি। আর সেজন্য আওয়ামী লীগকে তাগিদ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আগামী ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, বাংলাদেশে কর্মরত ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে আমরা মতবিনিময় করব।’

আগামী নির্বাচনে বেশ কতগুলো দলে বিভক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলেও তিনি জানান।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ প্রতিনিধি দল।’

হানিফ বলেন, ‘ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে আগামী ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের কোনো পরামর্শ থাকলে তা সংসদে দিতে পারে। সেই পরামর্শ নিয়ে আরও আলোচনা হতে পারে।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে যে কোনো পরামর্শ দিতে পারে। তারা তাদের পর্যবেক্ষণের কথা আমাদের বলেছে। তবে কেউ কারও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।’

বৈঠকে এই প্রতিনিধি দলের সাত সদস্যসহ উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।