শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > সংসদের আগামী অধিবেশনে পাশ হচ্ছে জাতীয় বস্ত্র আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হচ্ছে জাতীয় বস্ত্র আইন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

সংসদের আগামী অধিবেশনেই জাতীয় বস্ত্র আইন পাশ হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

রবিবার (২৭ আগস্ট) সচিবালয়ে বস্ত্রনীতি ২০১৭ এর উপদেষ্টা কমিটির প্রথম সভায় তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ৮০র দশক থেকে দেশের বস্ত্র খাতের উপরই দেশের প্রধান অর্থনীতি টিকে রয়েছে এবং এই খাতকে এগিয়ে নিতে সরকারের নানা মুখী পদক্ষেপের কারণে আজ যা মোট রপ্তানির ৯৯ ভাগে দাঁড়িয়েছে।

এ কারণে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে আরও এগিয়ে নিতে আইন প্রনয়ণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি আরও বলেন, আইনটি পাশ হলে বস্ত্রখাত সংশ্লিষ্ট সকল সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানান মির্জা আজম।