শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব জাপার

সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব জাপার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
নির্বাচনকালীন সময়ে সংসদ ভেঙ্গে দিয়ে বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের আনুপাতিক প্রতিনিধিদের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।এছাড়া নির্বাচনে সেনা মোতায়েনসহ আট দফা সুপারিশ নির্বাচন কমিশনকে দেয়া হয় দলের পক্ষ থেকে।

আজ (সোমবার) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে এ সুপারিশ দেয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।এতে আরো সুপারিশ করা হয়, প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্বাচনের সময় স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অধীনে ন্যস্ত করা এবং ব্যক্তি নয়, দলকে ভোট এবং আনুপাতিক হারে সদস্য নির্বাচন করা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ আগে ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।এদিকে, রোববার ইসির সঙ্গে সংলাপে জামায়াতের কেউ যেন ব্যক্তিগত, দলগত বা জোটের হয়ে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সে বিষয়ে বিধিনিষেধ আরোপসহ জাসদ ১৭টি প্রস্তাব উপস্থাপন করে।জাসদের অন্যান্য দাবিগুলো হল- সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা অন্তর্ভুক্ত না করা, মনোনয়নপত্রের সাথে হলফনামা প্রদানের বিধান বাতিল করা, জামানত ২০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা, নিবন্ধিত দলের ব্যয় নির্বাহে ও প্রচারণায় নিয়মিত অনুদান, স্বতন্ত্র প্রার্থিতায় এক শতাংশ ভোটারের সমর্থনের শর্ত বাতিল, দলের অনুদান আয়কর মুক্ত রাখা, অনলাইনে মনোনয়নের ব্যবস্থা, ভোটে কালো টাকার ব্যবহার রোধে প্রার্থিতা বাতিল, প্রতীক বরাদ্দের দিনই জোটভুক্তদের প্রতীক বরাদ্দ পাওয়ার সুযোগ রাখা, স্থানীয় ও সংসদ নির্বাচনে স্বপদে থেকে নির্বাচন না করার বিধান রাখা, নির্বাচন আর্কাইভ স্থাপন করা এবং পাবলিক ও বেসরকারি পর্যায় থেকে অবসরের পর ভোটে অংশ নেয়ার শর্ত শিথিল করা।