বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সকল আর্থিক প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাধ্যতামূলক

সকল আর্থিক প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাধ্যতামূলক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সকল আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাধ্যতামূলক করা হয়েছে। ছুটির এ নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে উল্লেখ করা হয়, মাতৃত্বকালীন ছুটির বিষয়ে ২০১১ সালে জারিকৃত সরকারী সিদ্ধান্তের আলোকে সকল আর্থিক প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৬ মাস নির্ধারণপূর্বক তা মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালায় অন্তর্ভূক্ত করতে হবে। পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে এই নীতিমালার কপি ৩০ আগস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে প্রেরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
গত ২০১১ সালের ফেব্র“য়ারিতে সরকার মাতৃত্বকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাসে উন্নীত করে। সে সময় বাংলাদেশ ব্যাংকও সেই আলোকে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটির সুবিধা ৬ মাস দেয়ার পরামর্শ দেয়।
তবে দু’একটি প্রতিষ্ঠান বিশেষ ক্ষেত্রে এ ছুটি মঞ্জুর করলেও বেশীর ভাগ ক্ষেত্রে ৬ মাস ছুটি দেয়নি। এতে নারী কর্মীরা বিপত্তির মুখে পড়ে বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ করেন।
এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক মাতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলকভাবে ৬ মাসে উন্নীত করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিলো।