শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তীব্র গরমের পর সোমবার সকালে আবারো রাজধানীতে বৃষ্টির দেখা মিলল। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়। তার আগে বেশ খানিকটা কালো হয়ে উঠে দিনের মুখ।

গরমে স্বস্তি মিললেও গুড়িগুড়ি বৃষ্টিতে অফিসমুখো যাত্রীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অফিস আগ থেকেই জানিয়ে রেখেছিল, এদিন কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় দুই কিলোমিটার বেগে বাতাসও।

শনিবার বিকালেও রাজধানীর কয়েকটি স্থানে বৃষ্টি হয়। কয়েকদিন তীব্র গরমের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি খানিকটা স্বস্তি নিয়ে আসে।

সকালে আজিমপুর থেকে শ্যামলীতে অফিস যাওয়ার জন্য বের হয়েছিলেন বেসরকারি সংস্থার কর্মকর্তা রাশেদ আহমেদ। কিন্তু বাসা থকে বের হতেই বৃষ্টির মধ্যে পড়েন।

তিনি বাংলানিউজকে জানান, আজিমপুরে সাড়ে ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। গরমের পর বৃষ্টিটা বেশ স্বস্তি দিয়েছে। কিন্তু অফিসে যেতে গাড়িতে উঠতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তবু বৃষ্টি হয়েছে, এটা ভালো লাগছে।

মোহাম্মদপুরের বাসিন্দা শামসুল আরেফিন জানান, ভোর থেকেই ঠান্ডা বাতাস বইছিল। সকালে মেঘের বেশ তর্জন-গর্জন হয়। তবে সেই পরিমাণ বৃষ্টি হয়নি। খানিকটা বৃষ্টি হয়েছে, সেটাই কম স্বস্তি দেয়নি।