বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > সচিবালয়ের অগ্নি-নিরাপত্তা নিয়ে বৈঠক শিগগিরই : মন্ত্রিপরিষদ সচিব

সচিবালয়ের অগ্নি-নিরাপত্তা নিয়ে বৈঠক শিগগিরই : মন্ত্রিপরিষদ সচিব

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সচিবালয়ের সব ভবনের অগ্নি-নিরাপত্তা নিয়ে শিগগিরই সচিবদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে, সচিবালয়ের ভবনগুলোর অগ্নিনিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা নিজেরাই এটার বিষয়ে মিটিং ডাকব। পিডব্লিউডি (গণপূর্ত অধিদফতর) এটার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। যেমন ধরুন পুরোনো ফায়ার ইস্টিংগুইশার চেক করে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো রিপ্লেস করা হচ্ছে। এটা যার যার মতো করছে। কিন্তু আমরা ‘ইন এ বডি’ সবার সঙ্গে এটা নিয়ে খুব তাড়াতাড়ি মিটিং করব। তবে এখনও তারিখ ঠিক হয়নি।’

আপনারা কাদের নিয়ে বৈঠক করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত আমরা সচিবালয়ের সচিবদের নিয়ে এই বৈঠক করব।’

সচিবালয়ের অগ্নি নির্বাপত্তা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে শফিউল আলম বলেন, ‘এটা আমাদের সচিবদের সিদ্ধান্ত। আমরা নিজেরা মিটিং করব। আমরা বড় অগ্নিদুর্ঘটনার (চকবাজারে) পরই আলোচনা করেছি বড় পরিসরে সবাইকে নিয়ে বসব, অন্তত অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য এটা দরকার।’

এ সময় তিনি আরও জানান, সচিবালয় মসজিদের পাশে নতুন যে ২০ তলা ভবন হচ্ছে সেখানে আগুনের ঝুঁকি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা থাকবে।