শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সতর্ক করে জাফরুল্লাহকে অব্যাহতি

সতর্ক করে জাফরুল্লাহকে অব্যাহতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিচারপতিদের ‘মানসিক অসুস্থ’ বলে মন্তব্য করে আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

বিচারপতিরা তাদের আদেশে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বার বার সতর্ক করা সত্ত্বেও তিনি আদালত অবমাননা করছেন। তবে এবার তিনি এ বিষয়ে ক্ষমা চেয়েছেন। তাই পরবর্তীতে আদালত অবমাননাকর বক্তব্য না দিতে তাকে সতর্ক করে অভিযোগ থেকে খালাস দেয়া হলো।

এর আগে গত ৩০ আগস্ট এ বিষয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, চ্যানেল টোয়েন্টিফোরের টকশোতে আদালত অবমাননাকর বক্তব্য দিলেও ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাধারণ ক্ষমা করেন ট্রাইব্যুনাল-১।

পরে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের ট্রাইব্যুনালে সাজার প্রতিবাদে প্রথম আলোতে বিবৃতি দেয়ায় তাকে কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা এবং ৫ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল।

কিন্তু এক ঘণ্টা সাজা ভোগের পর সংবাদ মাধ্যমের সামনে জাফরুল্লাহ ট্রাইব্যুনালের বিচারপতিদের ‘মানসিক অসুস্থ’ বলে বক্তব্য দেন। পরে এ বিষয়ে আদালত অবমাননার অভিযোগে আজ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।