শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > সবচেয়ে পেশাদার রোনালদো

সবচেয়ে পেশাদার রোনালদো

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ক্রিশ্চিয়ানো রোনালদোকে বর্তমান ফুটবল বিশ্বের সেরা পেশাদার খেলোয়াড় হিসেবে অবিহিত করেছেন রিয়াল মাদ্রিদের সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ কার্লো আনচেলত্তি। এ ছাড়া রোনালদো রিয়াল মাদ্রিদ বই অন্য কোথাও যাচ্ছেন না বলে জানালেন এই ইতালিয়ান।
চাউর হয়েছিল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার রোনালদো এই গ্রীষ্মের দল বদলের মওসুমে তার সাবেক কাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। ম্যানইউ তাদের প্রতিনিধিও পাঠিয়েছিল স্পেনের রাজধানীতে। অন্যদিকে ফ্রান্সের কাব প্যারিস সেইন্ট জার্মেই-এর ধনকুবের মালিক নাসির আল-খেলাইফি রোনলদোয় নিজের প্রবল আগ্রহের কথা জনিয়েছেন। প্রচুর পেট্রো ডলার তার পেছনে ঢালতে রাজি বলেও নিজের আগ্রহের কথা বলেন।
তবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ আনচেলত্তি বলছেন, রোনালদো যাচ্ছেন না। রিয়ালের সঙ্গে এখনও দুই বছরের চুক্তি রয়েছে রোনালদোর।
শনিবার এক সংবাদ সম্মেলনে রোনালদোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, রোনালদো বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে পেশাদার খেলোয়াড়। তিনি বলেন, সবাই জানে, সে একজন সুপারস্টার ও বড় মাপের খেলোয়াড়। এমন বড় মাপের খেলোয়াড়রা তাদের পূর্ণ পেশাদারিত্ব নিয়েই খেলে। তবে বর্তমান বিশ্বের সেরা পেশাদারিত্বপূর্ণ খেলোয়াড় রোনালদো। রোনালদোর রিয়াল মাদ্রিদে থাকা না থাকা নিয়ে বলেন, তার এখনও কাবের সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে। কাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আমি কোন  দায়িত্বশীল নই। তবে রোনালদো কোথাও যাচ্ছে না। সে নতুন চুক্তিতে আবদ্ধ হবে।
দলের আর এক স্ট্রাইকার, আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন সম্পর্কে কোন  নিশ্চয়তা দেননি তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের দল আর্সেনাল তাকে কেনার মনঃস্থ করেছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। তিনি তার সম্পর্কে বলেন, আমি প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছি। কিন্তু সেটা ব্যক্তিগত। হিগুয়েন এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তাকে নিয়ে আমি খুশি। আনেচলত্তি রিয়াল মাদ্রিদে হিগুয়েনের থাকা না থাকা নিয়ে জোর দিয়ে কিছু বলেননি।