শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সমালোচনার মুখে ফাওয়াদ

সমালোচনার মুখে ফাওয়াদ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তদের বিরূপ আচরণের শিকার হলেন ফাওয়াদ আহমেদ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাওয়াদের প্রতি বিভিন্ন বর্ণবাদী মন্তব্য করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটভক্তরা।
অস্ট্রেলিয়া দলের বিয়ারের লোগো সংবলিত জার্সি পরতে অস্বস্তি জানিয়েছিলেন পাকিস্তানি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ। গত সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক দুই ম্যাচে তার জার্সিতে বিয়ার কোম্পানি ‘ভিবি’র লোগো ছিল না। ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে কোন মাদকের লোগো সংবলিত জার্সি না পরার অনুমতি চেয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও তার দাবি মেনে নিয়েছে। এমন কি তারা বলেছেন, সামনে থেকে বিয়ারের স্পন্সর কোম্পানি ভিবি’র লোগো ছাড়াই তিনি মাঠে নামতে পারবেন। কিন্তু এটা সহ্য করতে পারছেন না অস্ট্রেলিয়ার কতিপয় ভক্ত। বোর্ডের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ফাওয়াদকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছে ক্রিকেটভক্তরা। এক সমর্থক তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘জার্সিতে বিয়ারের লোগো না পরার ন্যায়সঙ্গত কারণ ধর্ম! না এটা হতে পারে না। এটা ক্রিকেট খেলা, চার্চে প্রার্থনা নয়।’ অন্য একজন তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘এটি টাকা ও ভক্তদের সমর্থন দিয়ে চলে, ধর্মীয় গোঁড়ামি দিয়ে নয়। যারা অস্ট্রেলিয়ান সংস্কৃতি পছন্দ করে না তাদের এদেশ থেকে চলে যাওয়া কিংবা নিজের মূল্যবোধকে বিসর্জন দেয়া উচিত।’ তবে বিভিন্ন ওয়েবসাইটে ভক্তদের এমন মন্তব্যে চটেছেন বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বলেন, ‘ফাওয়াদ আহমেদকে নিয়ে সামাজিক ওয়েবসাইটে যে বর্ণবাদী মন্তব্য এসেছে তার বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ধরনের আচরণ কোন মতেই সিএ সহ্য করবে না। ফাওয়াদের ব্যক্তিগত বিশ্বাসের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থন রয়েছে। সে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও বিশ্ব ক্রিকেটের একজন জনপ্রিয় খেলোয়াড়।’
উল্লেখ্য, পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয়া এই লেগ স্পিনারকে এ বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব দেয়া হয়।