বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সাংবাদিক-ছড়াকার ওবায়দুল গনি চন্দন আর নেই

সাংবাদিক-ছড়াকার ওবায়দুল গনি চন্দন আর নেই

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দৈনিক মানবকণ্ঠের ফিচার সম্পাদক ও জনপ্রিয় ছড়াকার ওবায়দুল গনি চন্দন (৪১) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে….রাজেউন)। শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।

তার মরদেহ গুলশান-১ এ মানবকণ্ঠ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্ত্রী রুবিনা জানান, বেশ কিছুদিন ধরে চন্দন শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক মাস আগে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। একটু সুস্থ হয়ে ফিরে আসার কয়েক দিন বাদে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন।

ওবায়দুল গনি চন্দন দৈনিক মানবকন্ঠের ফিচার এডিটর ছিলেন। এর আগে তিনি সাড়ে ছয় বছর বাংলাভিশন ও বৈশাখী টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ইন্ডিপেনডেন্ট টিভিতে ডেপুটি নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

চন্দন ৩০টির মতো টিভি নাটক লিখেছেন। চলচ্চিত্র ও টিভি নাটকের গানসহ বিজ্ঞাপনের জিঙ্গেল লিখতেন নিয়মিত। চন্দন ‘অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার’ পেয়েছেন দুইবার। ‘থাকছি ঢাকায় সবাই ফাইন, চারশ বছর চারশ লাইন’-ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০০০ সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কান নিয়েছে চিলে’ ছড়াগ্রন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।

ওবায়দুল গনি চন্দনের কয়েকটি ছড়া

ছয় বান্ধবী

সুলেখা আমার সবচেয়ে প্রিয়
ভালোবাসি খুব তাকে,
তাইতো দেখি সে অনেক ব্যাপারে
সঙ্গী হয়েই থাকে।

সুশ্রীকে লাগে মোটামুটি ভালো
মেঘনাকে নয় মন্দ,
সুতন্বীর মুখ দেখা ইদানীং
করেই দিয়েছি বন্ধ!

সাবরীনা খুব পপুলার নয়
মাঝে মাঝে দেখা হয়,
চন্দ্রাবতীও নজর কেড়েছে
মনকে করেছে জয়!

বান্ধবী এরা? ধূর বোকা!নাম
কম্প্যুটারের ফন্টের,
বুদ্ধিমানের দ্বিতীয় লাইনে
পেয়েছে হয়তো মন টের!

পার্টস অফ স্পিচ

সবাই জানি কোনো কিছুর
নামকে বলে নাউন,
যেমন ঢাকা টাউন।

প্রো-নাউনের হয় ব্যবহার
একটা শুধু শর্তে,
নাউনের পরিবর্তে।

যখন তুমি এটা সেটা করতে
করতে কিছু পারবে,
পড়বে সেটা ভার্বে।

এডজেকটিভ এডভার্ব আর
প্রি- পজিশন,
বলো দেখি জলদি তাদের
কি পজিশন?

কথা শোনো আমার
বইটা খোলো গ্রামার

আরো পাবে কনজাংশন
ইন্টারজ্যাকশন,
পার্টস অফ স্পিচ ওদের নিয়েই
করে যে অ্যাকশন।

লিটারেচারের ছড়া

গাড়ির মতোই
মিটারে চার্জে!
এগিয়ে চলেছে
লিটারেচার যে;

অনুজের বাড়ে
সমগ্র যে,
লিখছেন তাই
কম অগ্রজে!

এদেশী কৃষ্টি
‘কুনটার গ্রাস’
চিন্তিত তাই
গুন্টার গ্রাস!