শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > সাংসদ রনির অন্তর্র্বতী জামিন মঞ্জুর

সাংসদ রনির অন্তর্র্বতী জামিন মঞ্জুর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক পেটানোর মামলায় সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনির অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংসদ রনিকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ জামিন মঞ্জুর করে এ রুল জারি করেন।
জামিন আবেদনে রনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বাসেত মজুমদার ও রুহুল কুদ্দুছ কাজল।
এর আগে গত ১৩ আগস্ট এই মামলায় গোলাম মাওলা রনির জামিন আবেদন নাকচ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আক্তারুজ্জামান।
গত ২০ জুলাই দুপুরে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সরকার দলীয় সাংসদ গোলাম মওলা রনির অফিসের সামনে ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের ঘটনায় শাহবাগ থানায় ইন্ডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় গোলাম মওলা রনি পরদিন ২১ জুলাই সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
জামিনের পর মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগে ২১ জুলাই শাহবাগ থানায় বাদী একটি জিডি দায়ের করেন। জিডি তদন্ত হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফর তদন্ত প্রতিবেদনে বাদীকে আসামি হুমকি দিয়েছে উল্লেখ করে আসামির জামিন বাতিল চেয়ে এবং জামিন বাতিল না হলে তদন্তে ব্যাঘাত ঘটবে বলে আদালতে আবেদন করেন।
এরপর ২৪ জুলাই ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত সাংসদ রনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই দিনই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রনিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
পরদিন ২৫ জুলাই দুপুরে মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত রনির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।