শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > সাঙ্গাকারার ব্যাটে শ্রীলঙ্কার ২১৯

সাঙ্গাকারার ব্যাটে শ্রীলঙ্কার ২১৯

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রোববারের খেলা বৃষ্টি বাধায় হলো না। ম্যাচ গড়ালো সোমবার। এদিনও আবহাওয়ার বিরূপ চেহারায় পাল্টে গেল ওয়ানডের রূপ। ৫০ ওভারের খেলা শুরুতে দাঁড়ায় ৪৫, পরে ৪১ ওভারে। উইন্ডিজ পেসার কেমার রোচের বোলিং তোপের মধ্যে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। সাবেক এই অধিনায়কের ব্যাটে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২১৯ রান।
শ্রীলঙ্কা: ২১৯/৮ (৪১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ৪১ ওভারে ল্য ২৩০ রান
টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিকরা। গতির জাদু দিয়ে রোচ ও জেসন হোল্ডার উল্লাসে মাতান ক্যারিবীয়দের। ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। ব্যাটিংয়ে একলাই অনেক পথ সামাল দেন সাঙ্গাকারা। লাহিরু থিরিমান্নে ২৩ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৩০ রান করে তাকে কিছুণ সঙ্গ দেন।
ব্যক্তিগত ৯০ রানের হার না মানা ইনিংস খেলেন সাঙ্গাকারা। অতিরিক্ত খাত থেকেই লঙ্কানদের ঝুলিতে গেছে ৩১ রান।
রোচ দখল করেন সর্বোচ্চ চার উইকেট। হোল্ডার নেন দুটি।