শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সাদ্দাম হোসেনের কবর ধ্বংস

সাদ্দাম হোসেনের কবর ধ্বংস

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইরাকের সাবেক বিতাড়িত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মাজার অর্থাৎ তাঁর কবর এবং কবরকে কেন্দ্র করে নির্মিত স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে।
তিকরিতে প্রচণ্ড লড়াইয়ের সময় মূলত আল-আওজা গ্রামে কবরসহ তৈরি হওয়া ওই স্মৃতিসৌধটি গুড়িয়ে দেয়া হয়েছে।
যদিও তার মৃতদেহ আগেই সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সুন্নিরা জানিয়েছেন গত বছরই সাদ্দাম হোসেনের মৃতদেহ অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয় যার নাম প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি ফুটেজে দেখা যায় স্মৃতিসৌধটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কিছু পিলার দাড়িয়ে আছে।
ইরাকী বাহিনী ও শিয়া মিলিশিয়ারা ইসলামিক স্টেট বা আই এস জঙ্গিদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে।
শিয়া মিলিশিয়াদের একজন কর্মকর্তা জানান, সাদ্দাম হোসেনের কবর থাকার কারণে আইএস জঙ্গিরা এলাকাটির অধিকাংশই ধ্বংস করেছে।
আইএস বলেছিলো গত অগাস্টেই কবরটি ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু স্থানীয় কর্মকর্তারা তা অস্বীকার করে লুটপাটের কথা বলেছিল।
সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন।
পরে ইরাকী আদালতের রায় অনুসারে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।
২০০৭ সাল থেকে তার মরদেহ তিকরিতের ওই স্মৃতিসৌধের কবরে রাখা হয়।
সাদ্দাম হোসেনের কবরকে কেন্দ্র করে মাজার বা স্মৃতিসৌধটি করা হয়েছিলো।
তিকরিত শহরটি গত জুন থেকেই আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে।
এখন ইরাকী বাহিনী শহরটি পুনরুদ্ধারকে একটি বড় সাফল্য হিসেবেই দেখছে। বিবিসি বাংলা