শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ মারা গেছেন

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ মারা গেছেন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
সাবেক বন ও পরিবেশমন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

গতকাল মঙ্গলবার সাড়ে তিনটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন শাহজাহান সিরাজ। সোমবার শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান।

বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় শাহজাহান সিরাজ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

উল্লেখ্য, শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১লা মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দানে বিশাল এক ছাত্র জনসভায় বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাজাহান সিরাজ।

সশস্ত্র যুদ্ধ চলাকালীন সময়ে তিনি ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ (বিএলএফ) বা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।