শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > সামরিক নিষেধাজ্ঞায় ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গদের মামলা

সামরিক নিষেধাজ্ঞায় ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গদের মামলা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক ক্যালিফোর্নিয়া নিবাসী দুজন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত চারজন সৈনিক, সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করার কারনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় তাদের পক্ষে সমর্থন দিচ্ছে ‘ইকুয়ালিটি ক্যালিফোর্নিয়া’ নামের ওকালতি দল।

ট্রাম্প গত মাসে, ট্রান্সজেন্ডারদের সশস্ত্র বাহিনীর সমস্ত শাখায় যোগদানে নিষেধাজ্ঞা জারি এবং অস্ত্রোপচারের সাহায্যে লিঙ্গ-পুননির্ধারণ সুবিধা অর্থায়ন থেকে শুরু করে সকল সামরিক স্বাস্থ্যসেবা বিষয়ক পরিকল্পনা বন্ধের নির্দেশ দেন।

মামলার বাদী, অষ্টম শ্রেনী থেকে চিহ্নিত পুরুষ ট্রান্সজেন্ডার আইডেন স্টকম্যান (২০) এবং পূর্বে নৌবাহিনীতে যোগদানের চেষ্টা করা তামাসিন রিভস (২৯)। তামাসিন রিভস ‘ডোন্ট আস্ক, ডোন্ট টেল’ নিয়মের আওতায় বাহিনীতে যোগদান করতে বাধাগ্রস্ত হন। ‘ডোন্ট আস্ক, ডোন্ট টেল (ডিএডিটি) ’ হলো ১৯৯৩ সালে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সামরিক বাহিনীতে যোগদানে সীমাবদ্ধতা বিষয়ক ক্লিনটন প্রশাসনের আরোপকৃত নীতি। ইনডিপেনডেন্ট