শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > সামাজিক বাণিজ্য আন্দোলনে যোগ দিয়েছে ইউএসএইড

সামাজিক বাণিজ্য আন্দোলনে যোগ দিয়েছে ইউএসএইড

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেয়ার ল্েয ওয়াশিংটনে সমঝোতা স্মারক স্বারিত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ইউএসএইড-এর প্রশাসক ড. রাজ শাহ। ২২শে জুলাই এ সমঝোতা স্মারক স্বারের সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএসএইড-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বিশ্বের দরিদ্ররা যে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সহায়তার জন্য ইইএসএইড ও ইউনূস সোশ্যাল বিজনেসের (ওয়াইএসবি) মধ্যে অভিন্ন ল্েয ওই চুক্তি স্বারিত হয়। সামাজিক েেত্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে একই সঙ্গে কাজ করবে ইউএসএইড ও ওয়াইএসবি। ওয়াইএসবি’র সদর দফতর ফ্রাংকফুর্টে। সেখান থেকে বিশ্বজুড়ে সামাজিক বাণিজ্যের গতি আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সামাজিক বাণিজ্যের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ইউএসএইড ও ওয়াইএসবি’র মধ্যে এই নতুন অংশীদারিত্ব বিশ্বজুড়ে আমাদের সামাজিক বাণিজ্যকে সমর্থন করবে। ইউএসএইডের টেকনিক্যাল সাপোর্ট আমাদের সোশ্যাল বিজনেস ইনকিউবেটর ফান্ডের মাধ্যমে ল্য অর্জনে সহায়ক হবে।