শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > সামিকে শোয়েবের পরামর্শ

সামিকে শোয়েবের পরামর্শ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেটের পেস সেনসেশন মোহাম্মদ সামিকে রান-আপ শুধরে নেয়ার পরামর্শ দিলেন পাকিস্তান ক্রিকেটের ব্যাড বয় শোয়েব আকতার।

সামির প্রতিভার ভূয়সী প্রশংসা করে শোয়েব বলেন, ‘সামির প্রতিভা ও যোগ্যতা নিয়ে আমার কোন সন্দেহ নেই। তবে ও নিজেকে একটু ঘষেমেজে নিতে পারলে অনেক দিন ভারতীয় পেস বোলিংয়ে নেতৃত্ব দিতে পারবে। এই মুহূর্তে সামিই ভারতীয় পেস অ্যাটাকের সেরা অস্ত্র। কিন্তু আমার মনে হয় ওর রান-আপে একটু সাধারণ সমস্যা রয়েছে। এ ব্যাপারে ও একটু নজর দিলে অনেক দূর যেতে পারবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে এই মুহূর্তে ঢাকায় রয়েছেন শোয়েব। সেই শোয়েব জানাচ্ছেন, যতো সমস্যাই হোক কোন পেসারের গতির সঙ্গে আপোস করা উচিত নয়। ৩৮ বছর বয়সী পাক পেসার বলছেন, ‘পেস বোলারদের গতি কমানো উচিত নয়। কারণ, গতি’ই তাদের সম্পদ।’

২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন শোয়েব। তিনি ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে খেলেন।