শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > সারাদেশে তাপমাত্রার সামান্য উন্নতি

সারাদেশে তাপমাত্রার সামান্য উন্নতি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বেশ কিছুদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ (মঙ্গলবার) তাপমাত্রার সামান্য উন্নতি হয়েছে। আজ (৯জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহ আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৮জানুয়ারি) তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকালে সেখানে তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল বাতাসের কারণে কনকনে শীতে কাঁপছে মানুষজন। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশায় নৌ ও সড়কপথে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে, ঘটছে দুর্ঘটনা।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, বায়ুর তারতম্যের কারণেই শীতে কাঁপছে দেশ। উচ্চ চাপ বলয়ের প্রভাবে উঁচু অঞ্চলের ঠান্ডা বাতাস বাংলাদেশের মতো নিচু এলাকাগুলোর দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। পাশাপাশি ঠান্ডা অনুভূতি বাড়ছে।

শৈত্যপ্রবাহের প্রভাবে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতে অনেক এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সেইসঙ্গে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাড়কাঁপানো শীতে মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে গবাদি পশু-পাখিও। তীব্র শীতে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত নানা রোগ দেখা যাচ্ছে।

সূত্র – একাত্তর টিভি