শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > “সিরিয়ায় হামলা হলে ইসরাইলকে জ্বালিয়ে দেব”

“সিরিয়ায় হামলা হলে ইসরাইলকে জ্বালিয়ে দেব”

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সিরিয়ার সেনাবাহিনী আমেরিকা ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, দামেস্কের ওপর সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়া হলে আরব এই দেশটি ও তার মিত্ররা তাতণিকভাবে ইসরাইলের ওপর একই ধরনের হামলা চালাবে।

সিরিয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা এফএনএ-কে বলেছেন, “দামেস্ক আক্রান্ত হলে তেল আবিবও হামলার ল্যবস্তু হবে এবং সিরিয়ার ওপর সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়ার অর্থ হবে বাস্তবে ইসরাইলের ওপর হামলার লাইসেন্স দেয়া।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিনিয়র কর্মকর্তা আরো বলেছেন, “আমরা গ্যারান্টি দিচ্ছি যে, সিরিয়া আক্রান্ত হলে ইহুদিবাদী ইসরাইলকেও জ্বালিয়ে দেয়া হবে এবং সিরিয়ার প্রতিবেশীরাও এ ধরনের হামলায় জড়িত হবে।”

সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরানও সম্ভাব্য হামলার বিরুদ্ধে একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সিরিয়া আক্রান্ত হলে দেশটির পাল্টা হামলা ও সামরিক মতায় হামলাকারীরা ‘হতবাক’ হবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘যুদ্ধের ফাঁদে পা দিলে’ তা আমেরিকার জন্য ভয়াবহ তি বয়ে আনবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রেডিও তেহরান।