শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > সিরিয়ায় তালেবানদের ‘জিহাদ সেল’

সিরিয়ায় তালেবানদের ‘জিহাদ সেল’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) সিরিয়ায় একটি জিহাদ সেল স্থাপন করেছে। বিবিসি উর্দুর এক রিপোর্টে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে অব্যাহত জিহাদ তদারকি করতেই এ বিশেষ সেল স্থাপন করা হয়েছে।
এক তালেবান কর্মকর্তা বিবিসি উর্দুকে বলেছেন, আরব যোদ্ধাদের সহযোগিতা করতেই এ সেল গঠন করা হয়েছে। এসব আরব যোদ্ধা আফগানিস্তানে লড়াই করেছেন। এখন তারা জিহাদে অংশ নিতে সিরিয়ায় চলে গেছেন বলে তিনি উল্লেখ করেন। গত দুই মাসে ১২ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সিরিয়ায় চলে গেছেন বলে তিনি জানান। পাকিস্তান কর্তৃপ অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জিহাদ সেলের সমন্বয়কারী মোহাম্মদ আমিন বিবিসিকে বলেছেন, চলমান জিহাদ পর্যবেণের ল্েয ছয় মাস আগে সেলটি গঠন করা হয়েছে। এ সেল সিরিয়া সঙ্কটের নানা বিষয় নিয়ে পাকিস্তান ভিত্তিক টিটিপির সঙ্গে আলোচনা করে থাকে বলে তিনি উল্লেখ করেন।